Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

পরিচিতিঃঐতিহাসিক বৌদ্ধ বিহার পাহাড়পুর হতে আনুমানিক ২০ কিঃ মিঃ দূরে মহাদেবপুর উপজেলার আত্রাই নদী সংলগ্ন পূর্বপাড়ে  ০১ নং মহাদেবপুর ইউনিয়ন পরিষদ অবস্থিত। এটি একটি শিল্পে উন্নত ইউনিয়ন এবং ধান ও সবজি উৎপাদনে প্রসিদ্ধ।

1)   ইউনিয়ননের নামঃ ০১ নং মহাদেবপুর ইউনিয়ন পরিষদ

2)   ২) আয়তনঃ ১৬ বর্গকিলোমিটার।

3)   সীমানাঃ পূর্বে মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউপি উত্তরে এনায়েতপুর দক্ষিণে সফাপুর এবং পশ্চিমে খাজুর ইউনিয়ন পরিষদ অবস্থিত।

4)   গ্রামের সংখ্যাঃ ২৯টি মৌজার সংখ্যা- ২৯টি।

5)   মোট জনসংখ্যাঃ ৪০৪১৭ (জন্ম নিবন্ধন রেজিষ্ট্রার অনুযায়ী)

6)   গ্রামভিত্তিক লোকসংখ্যা নিম্নরুপঃ

মহাদেবপুর- ১০৭৫৩, আখেড়া- ৯০৯, অলংকারপুর- ৭৩৮, বকাপুর- ২১৪৬, বামনওড়া- ২৪৭, বারবাকপুর- ১০৯৬, বিহার- ৯৫, বিষ্ণপুর- ৯০৬, চকগোবিন্দ- ১৬২৩, দক্ষিণ হোসেনপুর- ১১০২, ফাজিলপুর- ২৫৩২, হোসেনপুর- ৯৬৬, হায়দ্রাবাদ- ২৬৩, ঝলঝলিয়া মগলিশপুর- ২৭৪, জোয়ানপুর- ৩৪৮১, খাপড়া- ৪৩৫, খোশালপুর- ১১৪, মগলিশপুর- ৯০৪, নাটশাল- ৩৭৭৬, পদ্মপুকুর- ৭৮, রহিমপুর- ২৫০, সগুনাগোপালপুর- ১৩০৩, শালগ্রাম- ১১৩২, সারাশন- ৫১৪, শরমইল- ৬১২, সারতা- ২৭৯৮, সিদ্দিকপুর- ৭১৮, শ্রীপুকুর- ২৩২, তেলিহার- ৪১৮।

7)   হাট বাজারের সংখ্যাঃ ০১টি (বড়) ছোট ৩টি।

8)   পাকা রাস্তাঃ ৩০ কিঃমিঃ।

9)   মন্দির সংখ্যাঃ ১৯টি।

১০) কলেজের সংখ্যাঃ ৩টি।

১১) দর্শনীয় স্থানঃ মহাদেবপুর সদর ইউপির মহাদেবপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন মাছ চত্ত্বর ও পশ্চিমে চৌরাস্তায় বকচত্ত্বর সহ ০৮নং ওয়ার্ডের সিদ্দিকপুর গ্রামে ভীমসাগর অবস্থিত।